শেখ আমানুল্লাহ কলেজ HSC-2006 ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি


News Desk প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ২:০৩ অপরাহ্ন /
শেখ আমানুল্লাহ কলেজ HSC-2006 ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি

“বন্ধুত্বের বন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিপুল উৎসাহ উদ্দিপনায় প্রতি বছরের ন্যায় এবারও, শেখ আমানুল্লাহ কলেজ HSC ২০০৬ ব্যাচ, কলারোয়া, সাতক্ষীরা। প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও ইফতার পার্টি উদযাপন করা হয়। ২৮ রমজান, শনিবার ২৯-০৩-২০২৫ কলেজ প্রাঙ্গনে বিকাল তিনটা থেকে শুরু হয় বন্ধু-বান্ধবীদের মিলন মেলা। সেখানে বন্ধুদের মধ্যে পরিচয় পর্ব, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা, উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ সহ মেইল-বন্ধনের কানাই কানাই পরিপূর্ণতা পায়। পেশাগত ও ব্যবসায়িক কর্মব্যস্ততার মধ্যেও কলেজ জীবনের সহপাঠী ও বন্ধুদের কাছে পেয়ে এ সময় বেশ উচ্ছ্বসিত তারা। প্রিয় সহপাঠীকে জড়িয়ে ধরে আবেগ প্রকাশ ও ফটোসেশন করতে ভুলে যাননি HSC-২০০৬ ব্যাচ। তাদের অনেকেই বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালন করছেন। শত কর্মব্যস্ততার পরেও একত্রে হয়ে স্মৃতিচারণ, সে এক আবেগ ঘন ভালবাসার সাজ সাজ রব। আগামীতে আরো বড় পরিসরে আরো প্রফুল্ল অনুষ্ঠানটি উদযাপন করার জন্য সকলের সহযোগিতা কামনা চেয়ে, উক্ত অনুষ্ঠানটি মুলতবি ঘোষণা করা হয়।

এবং পরবর্তীতে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কেউ যোগাযোগ করতে চাইলে। শেখ আমানুল্লাহ কলেজ HSC ২০০৬ ব্যাচ, নামে একটি সক্রিয় মেসেঞ্জার গ্রুপ আছে।
অথবা প্রয়োজনে 👇👇👇

মানিক খন্দকার ০১৭১৯-১৬৮৯৩৭

ফজলুল হাসান ০১৭১১১৭৬০৫১

follow👇👇
https://www.facebook.com/manik.khandokar

follow👇👇
www.facebook.com/fazlulhasan.ovi