সাতক্ষীরা জেলা সদরের ০১নং বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারের দক্ষিণে অবস্থিত অএ এলাকরা সুনামধন্য মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আজ ২৭/০১/২৫ সোমবার বিদ্যালয়ে শীতকালীন ক্রীড়া অনুষ্ঠান পালিত হয়। বর্তমানে ৪-৫শত ছাত্র /ছাত্রী আছে বিদ্যালয়ে। এবং লেখাপড়ার মানও অনেক ভালো। এসএসসি তে প্রতি বছর জিপিএ-৫, পেয়ে থাকে ছাত্রছাএীরা। স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকেরা স্কুলের ছাত্রছাএীদের পড়ালেখার বিষয়ে খুবই সচেতন। প্রতিবছরের ন্যায় এবার প্রধান শিক্ষক ইজাজ উদ্দিনের সভাপতিত্তে মিজানুর রহমান ও আবুল কালামের যৌথ পরিচালনায় শীতকালীন ক্রীড়া অনুষ্ঠান উদযাপন করা হয়। এছাড়াও ক্রীড়া শিক্ষক সাজ্জাদ হোসেন, অশোক কুমার ঘোষ, হাবিবুর রহমান,দীপাঙ্কর ঘোষ সহ সকল শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
আগরদাঁড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নি-হ-ত4 days ago