২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবারগ্রীষ্মকাল মাগুরায় শিশু আছিয়া ধ-র্ষ-ণে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধনের ডাক - বর্তমান সাতক্ষীরা
জাতীয়

মাগুরায় শিশু আছিয়া ধ-র্ষ-ণে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধনের ডাক

পাইকগাছা প্রতিনিধি

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হওয়ায় আগামীকাল (১০ মার্চ) সোমবার সকাল ১১ টায় পাইকগাছা জিরো পয়েন্ট চত্বরে মানববন্ধনে ডাক দিয়েছেন পাইকগাছা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আছিয়ার উপরে ঘটে যাওয়া নির্মম- নিষ্ঠুর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে সকল শিক্ষার্থীদের উপস্থিত থেকে ধর্ষকের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করা হয় তার জোর দাবি জানাবেন। তারা আরো জানান গত ৫-আগষ্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হলেও আমাদের মা-বোনেরা একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। ৮-বছরের বোন আছিয়াও ওই সকল লোলুপদৃষ্ট খারাপ মানুষের হাত থেকে রেহাই পায়নি।

উল্লেখ্য, গত ৬ মার্চ বৃহস্পতিবার মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন আট বছর বয়সী মেয়ে শিশু আছিয়া। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া আছিয়া রমজান মাসের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়ি মাগুরার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমান শিশুটির আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button