২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবারগ্রীষ্মকাল বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন - বর্তমান সাতক্ষীরা
সাতক্ষীরা

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পানি পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে র‍্যালি ও খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়েছে। সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে শনিবার সকালে শহরের পাকাপোলমোড় থেকে একটি র‍্যালি শুরু হয়ে গার্লস স্কুল ব্রিজ গিয়ে শেষ হয়। পরে সেখানে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ।
এ-সময় উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রুপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক অর্পণ বসু, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সাবেক সভাপতি ইমরান হোসেন,সুলতানপুর মুদি বাজার কমিটির সভাপতি গৌড় দত্ত,রূপান্তরের পৌরসভার কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা সহ আরো অনেকে।
শহরের মানুষদেরকে আকুল আবেদন করে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ বলেন, নিজস্ব ময়লা সঠিক স্থানে ফেলতে নিজস্ব ময়লা যদি নির্দিষ্ট স্থানে না ফেলতে পারি তাহলে ময়লা দূষণ হয় ফলে পানি দূষণের সৃষ্টি হচ্ছে। পৌরসভা কমিটির পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব আছে। আমরা বিশ্বাস করি সকলে মিলে যদি চারিদিকে পরিষ্কার রাখি আমাদেরই উপকার হবে।
তিনি আরো বলেন,বাংলাদেশ অনেক ছোট একটি দেশ কিন্তু এখানে জনসংখ্যা অনেক।এই বিপুল জনসংখ্যার প্রভাব আমাদের পরিবেশ প্রতিকূলে পড়ছে যা আমাদের নদী নালা জলাশয়ে প্রভাব ফেলছে। এজন্য আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে। এ সকল মৃতপ্রায় নদী নালা জলাশয়ে মাছ জন্মাবে যদি আমরা সচেতন হই। গত বছর লাবসা,বেতনায় অনেক জল বদ্ধতা তৈরি হয়েছিল।এটা হয়েছিল আমাদের নদীর নাব্যতা না থাকার কারণে। আমরা চেষ্টা করছি যেন আমাদের নদীতে নাব্যতা আসে পাশাপাশি আমরা সবাই যদি গ্রিন থাকি আমাদের দেশটাও গ্রিন থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button