২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবারগ্রীষ্মকাল বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন মহম্মদ ইউনূস! - বর্তমান সাতক্ষীরা
জাতীয়

বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন মহম্মদ ইউনূস!

ন্যাশনাল ডেস্ক

বাংলাদেশ সেনায় অভ্যুত্থান ষড়যন্ত্রের কথা ইতিমধ্যে সামনে এসেছে। এরই মাঝে অবশ্য সেনাবাহিনীতে বড় বদল আনলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। শেখ হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভবনের বা জায়গার নাম বদল করা হয়েছে।শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা শেখ পরিবারের সদস্যদের নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবার সেনাবাহিনীর নিবাসেও সেই পরিবর্তন হল। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে ১৬টি সেনা নিবাস বা সেনা প্রতিষ্ঠানের নাম বদল করা হয়েছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক।এদিকে, বাংলাদেশের সেনার বিশেষ ক্ষমতার মেয়াদ আরও দুই মাসের জন্য বৃদ্ধি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন মন্ত্রক।

জানা গিয়েছে, আগামী ১৫ মার্চ থেকে ৬০ দিনের জন্য এই বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পরে তৈরি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশের সেনার হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। গত বছরের ১৭ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার পর থেকে দফায় দফায় বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।বাংলাদেশের সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনীর কর্তাদের এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়। বাহিনীর ক্যাপ্টেন বা তা থেকে ঊর্ধ্বএই ক্ষমতার বলে বাংলাদেশের ফৌজদারি বিধির বেশ কিছু ধারায় কোনও অপরাধের অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেন বাহিনীর কর্তারা। সেনাকর্তা ছাড়াও সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত আধিকারিকদের হাতেও এই ক্ষমতা দেওয়া হয়। এ বার সেই ক্ষমতা দু মাসের জন্য আরও বাড়িয়ে দেওয়া হল।হাসিনার পতনের তিন দিনের মাথায় গত বছর ৮ অগাস্ট বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, তার প্রধান করা হয় মহম্মদ ইউনূসকে। অন্তর্বর্তী সরকারের আমলে গত সেপ্টেম্বরে বাহিনীর কর্তাদের হাতে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য। সেই ক্ষমতার মেয়াদ ফের বাড়ানো হল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button