লিখেছেন – জাওয়াদ মুতাম্মিম
৮ম শ্রেণির শিক্ষার্থী
ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সদর, সাতক্ষীরা।
রোজই শুনি আব্বুর কাছে
ফিলিস্তিনিদের কথা,
তাদের কথা শুনে মনে
লাগে দারুন ব্যাথা !চাই যে তারা স্বাধীনতা আর
সব মানুষের অধিকার,
তবে কেন ইহুদি দস্যুরা
মারছে তাদের বার বার ! ?১ম কিবলা মদের মসজিদুল আকসা
করছে তারা রাজধানি,
মুসলমানদের মারছে তারা
তারাই আসল খুনি !বিশ্ব জুড়ে ঝড় উঠেছে
এক হও মুসলিম আজ
জাগো মুসলিম প্রতিবাদ কর
এটাই ঈমানদারের কাজ !কুরআনকে সবাই বন্ধু কর
হাদিসকে কর সাথি,
সবার আগে বাঁচবে তুমি
বাঁচবে সারা মুসলিম জাতি !আমি যদি জানতাম
কেমনে করে গুলি ?
সেথায় গিয়ে উড়িয়ে দিতাম
ইজরাঈলিদের খুলি !কিন্তু ও সব নেই তো আমার
আছে শুধু মন,
ফিলিস্তিনিদের জন্য কাদি
তাই তো সারাক্ষণ!!!!!!