২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবারগ্রীষ্মকাল পাইকগাছা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন জেলা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত - বর্তমান সাতক্ষীরা
সর্বশেষ খবর

পাইকগাছা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন জেলা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

খুলনা সংবাদদাতা

খুলনা জেলায় মাসিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় সহককরী উপ-পুলিশ পরিদর্শক আলাফ হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
তিনি ২০২৪ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ও ২০২৫ সালের জানুয়ারী মাসের সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। তিনি পরপর ৪বার শ্রেষ্ঠ হলেন।

রবিবার  সকালে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশারাফের হোসেনের সভাপতিত্বে গত রোববার মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন ২০২৫ সালের জানুয়ারি মাসে তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা করেন। এসময় আইনশৃঙ্খলা -তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০২৫ সালের জানুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক  ক্যাটাগরিতে পাইকগাছা থানার আলতাফ হোসেন কে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button