পাইকগাছায় ৮ বছরের শিশু কে ধর্ষণ চেষ্টার  অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক

সর্বশেষ খবর

পাইকগাছায় ৮ বছরের শিশু কে ধর্ষণ চেষ্টার (যৌন হয়রানি) অভিযোগে শেখ আবুল কাশেম (৫৫) নামে এক ধর্মীয় শিক্ষক কে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিম শিশু কে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক শেখ আবুল কাশেম উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত তফেল উদ্দিন শেখের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ জানান, আবুল কাশেম কাশিমনগর সরদার পাড়া জামে মসজিদের আওতায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ধর্মীয় শিক্ষক। সেখানে  এলাকার প্রায় ৩৫ জন শিশু ধর্মীয়  শিক্ষার্থী রয়েছে। প্রতিদিনের ন্যায় শিশুরা মঙ্গলবার সকাল ৭ টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা কেন্দ্রে শিক্ষক আব্দুল কাশেম এর নিকট পড়তে যায়। এসময় শিক্ষক আবুল কাশেম অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতিতে এলাকার জৈনক এক  ব্যক্তির তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু কন্যা কে ধর্ষণ চেষ্টা করে বলে অভিযোগ করেন নিপীড়নের শিকার ওই শিশু শিক্ষার্থী। শিক্ষার্থী বাড়িতে ফিরে বিষয়টি তার পিতা মাতাকে অবহিত করলে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় উত্তেজিত জনতা মারপিট করে শিক্ষক আবুল কাশেম কে পুলিশে দেয়। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল শফিক এ ঘটনার সার্বিক তদারকি করেন। এ ব্যাপারে থানার ওসি সবজেল হোসেন জানান এ ঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আটক আসামি আবুল কাশেম কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *