পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছেলে নাজমুল গাজী(৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার মাহামুদ কাটি মোড় থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ১১/০৪/২৫ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ছেলে নাজমুল গাজী ও বৌমা মারুফা বেগম (৪৬) নামে দুই জন মিলে পিতা নওয়াব আলী(৭৪) কে বেধড়ক মারধর করে। এতে পিতা নওয়াব আলী গুরুতর আহত হন। মারধর করার এ ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামে ঘটে।
উক্ত ঘটনায় পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে ও ছেলে-বৌয়ের নামে পাইকগাছা থানায় এজাহার করলে ছেলে নাজমুলকে থানা পুলিশ গ্রেফতার করে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন বলেন, পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে নাজমুল গাজী ও ছেলের বউ মারুফার নামে থানায় এজাহার করলে আসামি নাজমুল গাজীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।