দেয়াড়া গ্রামের শ্মশান ঘাট নির্মানের দাবী এলেকা বাসির

কলারোয়া

কলারোয়া উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়াগ্রামে কর্মকার ও কুমার পাড়া বিশ্বাস পাড়ার জনগনের জন্য শ্মশান ঘাটনির্মান প্রানের দাবী । উপজেলার দেয়াড়া গ্রামের কর্মকার পাড়া কুমার পাড়া ওবিশ্বাস পাড়ার হিন্দু সম্প্রদায়ের মরদেহ সৎকার করতে হলে নানান বিড়ন্বনায় পড়তেহয়।সেখানে নেই কোন চলাচল করার মত রাস্তা এবং শ্মশান ঘাট। শ্মাশন ঘাটেআদি যুগের সেই চারটি খুটের উপর মরদেহ সৎকার করা হয়।প্রায় ২০০ বছর এইশ্মশানের বয়সে কিন্তু আজ ও কোন উন্নয়নের ছোয়া লাগেনি। কর্মকার পাড়ারবাসিন্দা মাষ্টার মাখন বলেন আমরা বিভিন্ন হিন্দু সম্প্রাদার মানুষ প্রায় ৬০০থেকে ৬৫০ জন আমরা বসবাস করি,কিন্তু আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরআমাদের সৎকার করতে দুঃখের শেষ থাকে না। আমাদের শ্মশান সংস্কার ও নতুন ভাবেকরা অত্যন্ত জরুরি। শ্মাশনটি তৈরীর বিষয় কুমার পাড়ার গোবিন্দ বলেন আমাদেরশ্মশান ঘাটটি তৈরী করার প্রয়োজন কিন্তু আমরা যারা এখানে বসবাস করি সবাইঅত্যন্ত গরীব যা আমাদের টাকা দিয়ে করা সম্ভাব না সরকার করে দিলে ভগোবানেরকাছে দোয়া করবো। শ্মশান ঘাটের সভাপতি শ্রী বসুদেব বিশ্বাস বলেন আমরাইতি পুর্বে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয়নি। শ্মশানঘাট তৈরী করা খুবই প্রয়োজন কারণ মৃত্যদেহ সৎকার করার মত সেখানে কোনব্যবস্থা নেই আগের যুগের বাশ পুতে আমরা সৎকার করে থাকি । কমিটির সেক্রেটারী নিত্তু কর্মকার বলেন আমি বহু জায়গায় গিয়েছি কিন্তু আমাদেরশ্মশানের মত কোথায় দেখেনি ,সরকারের কাছে আমাদের প্রানের দাবী আমাদের শ্মশানটি যাহাতে সময় উপযোগী করার ব্যবস্থা করা হয় তার জন্য এলেকা বাসির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *