১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবারগ্রীষ্মকাল দেবহাটায় ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন - বর্তমান সাতক্ষীরা
দেবহাটা

দেবহাটায় ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে দেবহাটা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১১টায় দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সামনে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি। সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব শিমুল হোসেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা আনোয়ার হোসেন সজল, উপজেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সিরাজুল ইসলাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক অহেদ আলী ও রাকিব হোসাইন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং পারুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা আবদুল্লাহ আল রানা ও তৌফিক হোসেন। কর্মসূচিতে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে আমানউল্লাহ, রাকিবুল হাসান, ওমর ফারুক রাসেল, রাজু হোসেন রানা, রোকনুজ্জামান রায়হান, জাহাঙ্গীর হোসেন, রাকিব হাসান, এনামুল হোসেন, সজীব হোসেন, আসিফ আহমেদ, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম বাবু, রিফাত হোসেন, মারুফ হোসেন, সাব্বির হোসেন, তানজির মাতিনসহ শত শত ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা মানবতাবিরোধী অপরাধ এবং এটি বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ গণহত্যা রোধে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। বক্তারা অবিলম্বে এই নৃশংস হামলা বন্ধ এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button