১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবারগ্রীষ্মকাল তুজলপুরে ট্রাক-ব্যাটারী ভ্যানের সংঘর্ষে এক কিশোরী নি-হ-ত, আহত ২ - বর্তমান সাতক্ষীরা
সদরসাতক্ষীরা

তুজলপুরে ট্রাক-ব্যাটারী ভ্যানের সংঘর্ষে এক কিশোরী নি-হ-ত, আহত ২

চীফ রিপোর্টার

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ব্যাটারী ভ্যান ছিটকে পড়ে ভ্যানে থাকা এক কিশোরী যাত্রী নিহত ও ভ্যান চালক সহ ২জন গুরুতর আহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা -যশোর মহাসড়কের তুজলপুর বলফিল্ড এর কাছাকাছি এই ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোরীর নাম জুবাইদা খাতুন (১৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ইবাদুল সরদারের মেয়ে।

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, কিশোরী জুবাইদা, রুবেল ও সাদ্দাম একটি ব্যাটারি চালিত ভ্যানে ঝাউডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাড়ে বেলা ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- যশোর সড়কের তুজলপুর বলফিল্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্র্যাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই নিহত হয় কিশোরী জুবাইদা খাতুন। গুরুতর আহত হয় ভ্যান আরোহী রুবেল ও সাদ্দাম। তাৎক্ষণিক জনতা ঘাতক ট্রাকটি আটক করে। পরে থানা পুলিশ এসে ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button