১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবারগ্রীষ্মকাল তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত - বর্তমান সাতক্ষীরা
তালা

তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

তালা সংবাদদাতা

সাতক্ষীরার তালায়  আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে তালা উপজেলা পরিষদের সামনের সড়কে বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখার  সভাপতি প্রবীর দাস। মানববন্ধনে  বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, বাংলাদেশ দলিত পরিষদের সাধারন সম্পাদক পলাশ দাস, পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, উদ্দীপ্ত মহিলা সংস্থার উপদেষ্টা দিলীপ দাস, পিন্টু মন্ডল, কমলা দাস, রেবতা দাস, শান্ত¡না দাস, কংকনা দাস।
অংশগ্রহনকারীরা পরিত্রাণ অফিস থেকে র‌্যালী সহকারে তালা সরকারি কলেজ রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনের সড়কে গিয়ে সমবেত হয় এবং মানববন্ধন করে। বক্তারা ১১ দাবি উত্থাপন করে বলেন, অবিলম্বে “বৈষম্য বিলোপ আইন” প্রয়োজনীয় সংস্কারসহ পাশ, জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা, দলিতদের মূলধারায় আনার জন্য কৌশলপত্র প্রনয়ন ও বাস্তবায়ন করতে হবে, জাতীয় দলিত কমিশন গঠন করা, সরকারী সেফটিনেট কর্মসূচীতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিক অন্তর্ভূক্ত করা, দলিত শিক্ষার্থীদের মেডিকেলে এবং প্রকৌশলীতে ভর্তির ক্ষেত্রে কোটা সংরক্ষনের ব্যবস্থা নিশ্চিত করা, সরকারের গৃহায়ন কর্মসূচীতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করা, দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য খাস জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া, বর্তমানে বসবাসরত জায়গায় স্বল্প মূল্যে গৃহ নির্মাণ করে দলিত ও হরিজনদেরকে স্থায়ী বরাদ্দ, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয়  এবং জাতীয় পর্যায় পর্যন্ত সকল উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দলিত যুবদের  প্রযুক্তিগত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button