১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ বুধবারগ্রীষ্মকাল ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন, সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান - বর্তমান সাতক্ষীরা
সদর

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন, সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান

বর্তমান ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

এডহক কমিটির সভাপতি হিসাবে অধ্যক্ষ খলিলুর রহমান বোর্ড কতৃর্ক মনোনীত, জেলা শিক্ষা কর্মকর্তা কতৃর্ক মনোনীত সাধারন শিক্ষক সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃর্ক মনোনীত অভিভাবক সদস্য রফিকুল ইসলামও পদাধিকার সূত্রে সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম যাহা যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান এর নির্দেশে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান তা অনুমোদন করেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এই আদেশ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গত ০৩/১২/২০২৪ ইং তারিখে ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১.২০.৩৪ স্মারক নম্বরে অনুমতি জারি করা হয়।

এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া, এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button