ঝাউডাঙ্গায় পাথরঘাটা ওর্য়াড বিএনপি’র সভাপতির স্ত্রী ইয়াবাসহ আটক


News Desk প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন /
ঝাউডাঙ্গায় পাথরঘাটা ওর্য়াড বিএনপি’র সভাপতির স্ত্রী ইয়াবাসহ আটক

সাতক্ষীরায় নিজ বাড়ীর সিলিং ফ্যানের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২শত পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা। বৃহস্পতিবার ১৭ই এপ্রিল বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওর্য়াডের পাথরঘাটা গ্রামে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত নারীর স্বামী কৌশলে পালিয়ে যায়। আটককৃত নারীর নাম শাহানারা খাতুন। সে ২নং ওর্য়াড বিএনপির সভাপতি হারুনার রশীর ওরফে হারুন এর স্ত্রী।

সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটায় নিজ বাড়ীতে থেকে কতিপয় মাদকব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই বিজয় কুমার মজুমদার এর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘরের সিলিং ফ্যান ও টেবিলের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহানারা খাতুনকে হাতে নাতে আটক করা হয়। তবে কৌশলে হারুন পালিয়ে গেলেও মূলহোতা হারুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটককৃত নারীকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।