১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবারগ্রীষ্মকাল জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা কমিটি গঠন  আহ্বায়ক উজ্জ্বল সদস্য সচিব হাবিব - বর্তমান সাতক্ষীরা
শ‌্যামনগরসাতক্ষীরা

জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা কমিটি গঠন  আহ্বায়ক উজ্জ্বল সদস্য সচিব হাবিব

কালীগঞ্জ প্রতিনিধি

আসুন সুন্দরবন রক্ষায় একসাথে কাজ করি, প্লাস্টিক দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি। এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা অগ্রগতী সংস্থায়, রূপান্তরের আয়োজনে ২৭ ফেব্রুয়ারি বেলা ১১ টায় জার্নালেজিয়াম ফর সুন্দরবন  মিটিং অনুষ্ঠিত হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও রূপান্তরের কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক জিএম মুজিবুর রহমান, রূপান্তরের শুভাশিস। অনন্যর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রুহুল কুদ্দুস, সুকুমার দাশ বাচ্চু, সামিরুল মুনির, গোলাম সারোয়ার, আহসান হাবীব ,আখতারুজ্জামান বাচ্চু, শাহীন ও বাবু প্রমূখ। সভায় অংশগ্রহণকারী সাংবাদিকদের আলোচনার মাধ্যমে  সর্বসম্মতিক্রমে সাংবাদিক মুস্তাফিজুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক সাংবাদিক সামিরুল মনির আবু হাসান ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু কে যুগ্ন আহবায়ক ও সাংবাদিক আহসান হাবীবকে সদস্য সচিব করে ৫  সদস্য বিশিষ্ট জার্নালিজিয়াম ফর সুন্দরবন সাতক্ষীরা কমিটি গঠন করা হয়। বাংলাদেশের সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চল সময়ের দূষণ কমানো এবং বাস্তসংস্থান উন্নয়ন  প্রকল্পের কার্যক্রমের কর্ম এলাকা খুলনা জেলার দাকোপ, বটিয়াঘাটা, পাইগাছা ও কয়রা উপজেলা। বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোড়লগঞ্জ, ও শরণখোলা উপজেলা ।সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশনি উপজেলা। পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ও নেছারাবাদ উপজেলা। বরগুনা জেলার বামনা, বরগুনা সদর, ও পাথরঘাটা উপজেলা। ৫টি উপকূলীয় জেলার ১৭টি   উপজেলায় প্রকল্পের কর্ম এলাকায় ৫৩০ জন সদস্য নিয়ে একটি যুব নেটওয়ার্ক গঠন করা হয়েছে। যাদের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণ প্লাস্টিক ও পলিথিন এর মাধ্যমে সুন্দরবন দূষণের ভয়াবহতা সম্পর্কে অবগত হবে এবং এই দূষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞান অর্জন করে নিজে নিজে স্থান থেকে কার্যকর ভূমিকা পালন করব পাশাপাশি এই পাঁচটি জেলার ১৭ টি উপজেলার কলম সৈনিক সাংবাদিকরা  সুন্দরবন নিয়ে  সুন্দরবনের সম্ভাবনা সুবিধা অসুবিধা এবং পরিবেশ নিয়ে লেখালেখি করবে। যাদের লেখা সুন্দরবন কেন্দ্রিক ভালো হবে তাদেরকে সুন্দরবন ফেলোশি পুরস্কার ও অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রকল্পটি ২০২৪ সালে জুন মাসের শুরু হয়েছে আগামী ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত চলবে। মূল লক্ষ্য সুন্দরবনের দূষণ এবং এর সাথে সম্পর্কিত পরিণতি সম্পর্কে সুন্দরবন সংগ্রহ এলাকার জনগণকে সচেতন করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button