সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া দক্ষিনপাড়া জামে মসজিদে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুম্মা নামাজের মধ্য মুসল্লিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মসজিদ ও ঈদগাহ জমি দাতা আব্দুল খালেক সরদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান। সাধারণ সম্পাদক হয়েছেন আলমগীর কবির খোকন আর অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আয়জুল মোল্লা।
কমিটিতে আরো আছেন- সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মোঃ জামির আলী, সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম , যুগ্ম সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ আবু সাঈদ হাজরা।
নির্বাহী সদস্য মোঃ আরিফ মোড়ল, মোঃ আব্দুল মজিদ, মোঃ আসলাম ও মোঃ ইমরান হোসেন I
কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ও ঈদগাহ দাতা সদস্য মোঃ আব্দুল খালেক সরদার I সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মোঃ ওবায়দুল্লাহ I
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ রেজাউল করিম, প্রফেসর মোঃ আব্দুস সবুর, এস এম সাকিবুজ্জামান সাকিব, মোঃ রফিকুল ইসলাম, কমিটির সদ্য বিদায়ী সভাপতি মোঃ মনিরুজ্জামান (মনি) I মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মোঃ আব্দুল রহিম সরদার I সহ সম্মানিত ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ I