সাতক্ষীরা সদর উপজেলার রাজনীতিমুক্ত অন্যতম সংগঠন ইয়াং মুসলিম জেনারেশন কর্তৃক আয়োজিত ও বেসরকারি উন্নয়ন সংস্থা ছওয়াব ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯শে মার্চ বিকালে ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
SAWAB এর ডিরেক্টর মোঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ মোঃ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বারী, SAWAB এর জেনারেল ম্যানেজার আবুল হাসান, ম্যানেজার খোরশেদ আলম, অফিসার তানভীর শুভ, অধ্যক্ষ খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, আশফাকুর রহমান বিপু, উপাধ্যক্ষ আব্দুল মজিদ, প্রফেসর ইকবাল হোসেন, মাস্টার আব্দুল ওহাব, মোহাম্মদ আব্দুল হান্নান, মাওঃ শরীফ মোস্তাফিজ বিল্লাহ, সাইফুল আলম, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ। এতে অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার সহস্রাধিক রোজাদার।