১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবারগ্রীষ্মকাল খুলনা-সাতক্ষীরা মহাসড়কে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে এন্তার অভিযোগ - বর্তমান সাতক্ষীরা
তালা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে এন্তার অভিযোগ

মোঃ খলিলুর রহমান

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দু দিনের ব্যাবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত সহ ৬ জন আহত হয়েছে।
প্রত্যাক্ষদর্শীদের অভিযোগ হাইওয়ে পুলিশের নানাবিধ কর্মকান্ডে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। গত দু দিনের ঘটে যাওয়া দুর্ঘটনা তথ্যনুসন্ধানে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়।
জানাযায়, পাটকেলঘাটা শাকদহ নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে কমপক্ষে ৫জন গুরুতর আহত হয় ।
সূত্র জানায়, বিনেরপোতা থেকে ইট ভর্তি ট্রলি
পাটকেলঘাটা শাকদহ নামক স্থানে পৌছাইলে খৰ্নিয়া-চুকনগর হাইওয়ে পুলিশের একটি
দল যানবহন চেক করছিলেন। ঐ সময় হাইওয়ে
পুলিশ ট্রলি চালককে দাড়াতে বললে সে না দাঁড়িয়ে
চালানোর গতি বাড়িয়ে দেয়। এসময় লাঠি সাদৃশ্য
কিছু ছুড়ে মারার অভিযোগ হাইওয়ে পুলিশের
বিরুদ্ধে তোলে স্থানীয়রা। কিছুদুর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি
সামনে থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা
দিলে সাথে সাথে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে
যায় এবং ট্রলিটি পাল্টি খেয়ে ডান পাশে গিয়ে পড়ে।
এ ঘটনায় ট্রলি ও মোটরসাইকেলের কমপক্ষে ৫জন
আহত হয়। ট্রলিতে থাকা আহত ব্যক্তিরা হলেন,
বিনেরপোতা গ্রামের রেজাউল ইসলামের ছেলে
সাকিব (২৭), মৃত আজগার আলীর ছেলে আরাফাত
(২০), আরশাদ আলীর ছেলে বক্কার (২৪) এবং
মটর সাইকেল আরোহি। পরে এলাকাবাসী আহত
অবস্থায় এদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে এলাকাবাসী ও কতিপয় ড্রাইভারা জানান,
সাতক্ষীরা ও পাটকেলঘাটার ইজিবাইক ও মাহেন্দ্রা
চালকদের কাছ থেকে মাসিক ৩’শ করে টাকা চাঁদা ওঠে
হাইওয়ে পুলিশের নামে। যারা টাকা না দেয় তাদের
বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। এমনকি তাড়িয়ে
তাড়িয়ে যানবাহন আটকের নামে টাকা ওঠানোর
অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। মহাসড়কে যে সকল অবৈধ যানবাহন চলাচল করে যেখান থেকে ব্যাপক চাঁদা করে আসছে হাইওয়ে পুলিশ।
গত ২৫ এপ্রিল শুক্রবার পাটকেলঘাটা কুমিরায় মোটরসাইকেল পরিবহনের সংঘর্ষে ২ জন নিহত হলে সড়কে প্রায় ৩ ঘন্টা অবরোধ করে স্থানীয়রা ফলে ব্যপক যানজটের সৃষ্টি হয়। পাটকেলঘাটা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে পুলিশের বার বার খবর দিলেও তারা প্রায় ৩ ঘন্টা পরে হাজির হয় লাশ উদ্ধারের জন্য।
এ বিষয়ে খর্নিয়া-চুকনগর হাইওয়ে পুলিশের ওসি বলেন, আমাদের পুলিশের চেক ছাড়া একটু দূরে ঘটনাটি ঘটেছে। মাসিক টাকা ওঠানোর বিষয়টি অস্বীকার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button