কালিগঞ্জ সাংবাদিক  সমিতির আয়োজনে ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জ
বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ রমজান ২৭ মার্চ বিকাল ৫ টায় কালীগঞ্জ ডাকবাংলা মোড় সাংবাদিক সমিতি  কার্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মহিবুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আল নূর আহমেদ ইমন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠান পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বাংলাদেশ সাংবাদের সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আমির হামজা, বিশেষ অতিথি কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরল্লা ইব্রাহিম ,উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ খায়রুল ইসলাম, প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক
 মোঃ সিরাজুল ইসলাম ,উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক শেখ খায়রুল আলম, উপজেলা যুবদলের  আহবায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফর হোসেন, উপজেলা  ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমির হামজা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল , সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম ,প্রত্যয় আইডিয়াল স্কুলের কমিটির সভাপতি আকবর হোসেন, নলতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, প্রভাত সংস্থার পরিচালক এবাদুল ইসলাম, কালিগঞ্জ আঁখি ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী সাংবাদিক ডা  শফিকুল ইসলাম, কালিগঞ্জ সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মহসিন, সদস্য আনারুল ইসলাম,সদস্য শেখ নুরুজ্জামান,  পল্টু , সাংবাদিক ইঞ্জি: হাবিব, মনিমালা গাইন, সাংবাদিক আবুল কালাম বিন আকবর, মো: ফজলুর রহমান, তাপস কুমার, আলমগীর হোসেন, শিমুল হোসেন, মারুফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। ইফতার মাহফিলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,সাংবাদিক  শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *