কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণহ-ত্যা দিবস পালিত

কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কালীগঞ্জ ডাকবাংলা মোড় সংলগ্ন বধ্যভূমি স্মৃতি স্তম্ভে কালিগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল , উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ, কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সহ পুলিশবাহিনী এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গণহত্যা দিবসে শহীদের উদ্দেশ্যে এডমিন নীরবতা পালন ওপরে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসেন প্রমুখ। বক্তারা বলেন ২৫ শে মার্চ আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপরে অতর্কিত হামলা চালায়। বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *