কালিগঞ্জে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে প্রভাত ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি, ইতিমধ্য তারা, পবিত্র মাহে রমজানের রোজা ও ইফতার সামগ্রী দিয়েছেন, এলাকার বাছাইকৃত হতদরিদ্র পরিবারের মাঝে, সাথে সাথে সামাজিক উন্নয়নমূলক ও মানবতার কাজগুলো করে যাচ্ছেন চুপিসারে, যাতে একটু হলেও দেশের-দশের উপকার হয়, তারই ধারাবাহিকতায় গত ২৫শে-মার্চ-২৫ রোজ রবিবার,সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ৫নাং কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের ইব্রাহিম হোসেন (দুখে) কে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেছে, প্রভাত ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি। এ ব্যাপারে সংস্থাটির নির্বাহী পরিচালক এবাদুল ইসলাম কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের জানান, আমরা ইব্রাহিম হোসেন (দুখে) মিয়ার, চিকিৎসা বাবদ যতটুকু দিয়েছি সেটা তাহার চিকিৎসা ব্যয়ের তুলনায় অতি নগন্য, কিন্তু আমরা এভাবেই মানবতার কল্যাণে কাজ করে যেতে চায়, এবং আমাদের এই সমাজিক কার্যক্রম দেখে, অন্যান্য সংগঠনকে যাতে গরিব, অসহায়, ও দুস্থদের পাশে দাঁড়াই এটাই তাদের আহ্বান, তিনি আরো বলেন প্রভাত ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি মানবতার আলো ছড়িয়ে দিতে চান সব জায়গায়, এজন্য সকলের কাছে, সংস্থাটির পক্ষ থেকে দোয়া চেয়েছেন, যাতে আরো বেশি বেশি ভালো কাজের সাথে সংযুক্ত থাকতে পারেন।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.