কালিগঞ্জে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন /
০

কালিগঞ্জ সোনালী ব্যাংক পি এল সি শাখার আয়োজনে ও বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস এর সহযোগিতায় ২৬ এপ্রিল ২০২৫ কালিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সোনালী ব্যাংক পি এল সি প্রিন্সিপাল অফিস এর জেনারেল ম্যানেজার প্রহ্লাদ কুমার মাখালের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মনজুর রহমান অনুষ্ঠানের বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। ওয়ার্কশপে রিসোর্স পার্সেন্ট হিসেবে জাল নোট বিষয়ক আলোচনা ও ডিসপ্লে প্রদর্শন করেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস যুগ্ন পরিচালক ব্যাংকিং মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পি এল সি কালীগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ভবেশ চন্দ্র মৃধা আলোচনা পর্বে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব আব্দুর রউফ প্রমূখ। বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস এর যুগ্ন পরিচালক মিজানুর রহমান জাল নোটের বিস্তারিত বিষয়ে প্রজেক্টর এর মাধ্যমে ধারণা দেন । জাল নোট কি কেন এবং কারা এ চক্রের সাথে জড়িত জাল নোট চেনার ধরন এবং আসল নোট চেনার কৌশল এবং জাল টাকার নোট চক্র ও ব্যবহারকারীদের আইনগত সার্বিক বিষয়ে জনসচেতনতার লক্ষ্যে উপস্থিত সকলকে অভিহিত করেন। আসন্ন কুরবানী ঈদে গরুহাটসহ বিভিন্ন বাজারে জাল নোট চক্রের ব্যক্তিরা যাতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে প্রতিটি হাট ও বাজারে একটি করে জাল নোট শনাক্তকরণের বুথ থাকবে বলে জানানো হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :