কালিগঞ্জ
কালিগঞ্জে এসএসসি ও সমমনা পরীক্ষার প্রস্তুতি সভা ও কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে এসএসসি দাখিল ভোকেশনাল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এসএসসি পরীক্ষা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করনের লক্ষ্যে কালীগঞ্জ পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ও কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিমগঞ্জ পরীক্ষা কেন্দ্রের সভাপতি অনুজা মন্ডলের সভাপতিত্বে পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান, কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, ললতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহ অনন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন । সভায় নকলমুক্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্নের জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১০ টায় সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে কক্ষ পরিদর্শকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ আবুল হাসান, কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য জিএম আবু আব্দুল্লাহর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও কেন্দ্র হলসুপার গোপাল চন্দ্র গাইন, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও ওই কেন্দ্রের উপ সচিব রবীন্দ্রনাথ বাছার, কেন্দ্রের হল সুপার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উকশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদ, মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, ডাক্তার মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, উজ্জীবনী ইনস্টিটিউ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর নবী প্রমূখ। কর্মশালায় পরীক্ষা কেন্দ্রের পক্ষ পরিদর্শক, অনন্য স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। কর্মশালায় আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করনে কক্ষ পরিদর্শক সহ পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এবং পরীক্ষা পরিচালনার বিধি-বিধান সঠিকভাবে মেনে চলার দিকনির্দেশনা দেওয়া হয়। আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমননা পরীক্ষা শুরু হচ্ছে। কালিগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে এসএসসি পরীক্ষার্থী ২৩৩১ জন, ভোকেশনাল বিভাগে ২২৬ জন পরীক্ষার্থী ও মাদ্রাসা বিভাগে ৬৪২ জন পরীক্ষার্থী, সর্বমোট ৩২০৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে কালিগঞ্জ পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে। পরীক্ষা কেন্দ্র গুলি হল সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্র, ও নলতা বালিকা বিদ্যালয় উপকেন্দ্র, চম্পাফুল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা হবে। এছাড়া দাখিল পরীক্ষা কালীগঞ্জ নজরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র ও নলতা কেন্দ্রীয় আলিম মাদ্রাসায় মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাউখালী কারিগরি বিদ্যালয়ে ভোকেশনাল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।