কলারোয়া উপজেলা পৌর সদরে ব্রান্ড নকল করে জুতা বাজারজাত ও উৎপাদন করার কারণে ভোক্তা সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ২৪-০৩-২৫ ইং তারিখে বিকাল ৩ ঘটিকার সময় সিমান্ত সুজ কারখানা
কলারোয়া পাইলট হাই-স্কুল এর সামনে এই আদালত পরিচালনা করা হয়। সিমান্ত সুজ কারখানার মালিক দীনু (৪০) পিতা মৃতঃশুকচাঁদ দাস সাং খাসপুর উপজেলা কলারোয়া জেলা সাতক্ষীরা কে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন করার অপরাধে আসামী দীনু দাস কে ২০.০০০(বিশ হাজার)টাকা জরিমানাসহ ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।মোবাইল কোর্ট মামলা নং-১২/২০২৫ । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ জহুরুল ইসলাম।এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বেঞ্চ সহকারী মোঃ আঃ মান্নান এবং কলারোয়া থানার পুলিশ সদস্যবৃন্দ। আসামীর নিকট হতে জরিমানা টাকা আদায় করতঃ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।