কলারোয়ায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ আয়োজনে মানববন্ধন ও শ্মারকলিপি প্রদান করেছেন। ২৩ শে মার্চ রবিবার সকাল ১১ টার সময় ক্বারী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্টিত হয়। নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নেরমসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম (৮তম) পর্যায় প্রকল্প পাশ ও ৫ দফা দাবীতে সারা বাংলাদেশের উপজেলা ও জেলা পর্যায় একযোগে কলারোয়াতে এই মানববন্ধন ও শ্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে তাদের ৫ দফায় সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন,নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ মসজিদ ভিত্তিক কার্যক্রম প্রকল্প রমযানের মধ্যে পাশের ঘোষনা ও তিন মাসের বকেয়া ও বোনাস দিতে হবে,প্রকল্প শিক্ষকদের গ্রেড ভুক্ত করে মাস শেষ হওয়ার সাথে সাথে বেতন এবং প্রকল্প স্থায়ীকরণ ও কেন্দ্র সংখ্যা ১০০০০০ (এক লক্ষ) করতে এবং শিক্ষক অন্যকোথায় চলে গেলে তারকেন্দ্র স্থানান্তর করা এছাড়া কোন শিক্ষক ও শিক্ষীকা অসুস্থ্য হলে বা মারা গেলে কল্যান ফান্ড ও এককালিন সম্মানি দেওয়ার দাবী করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মউশিক শিক্ষক পরিষদ কলারোয়া শাখার সেক্রেটারী আজিজুল হক ,মাওঃ আব্দুল মান্নান,মোঃ এরশাদ আলী ও মাওঃ আবাদুল সাত্তার। বক্তরা তাদের বক্তব্যে বলেন কলারোয়া উপজেলায় মোট১৪৭ জন শিক্ষক ও শিক্ষীকা ও অন্যান্ন ৭ জন সহ সারা বাংলাদেশে প্রায় ৮০ হাজার শিক্ষক ও শিক্ষীকা তাদের মানবিকতার জীবনযাপনের ও কষ্টের কথা নিজ নিজ অবস্থান থেকে উল্লেক করে তাদের বক্তব্য প্রদান করেন। সর্বশেষে সভাপতির নেতৃত্বে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম এর কাছে শ্মারকলিলি প্রদান করেন।
আপনার মতামত লিখুন :