কলারোয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা আনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য এই শ্লোগান কে সামনে রেখে কলারোয়া পৌর সভা অডিটোরিয়ামে বৃহঃপতিবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা পতি মাওঃ মোঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।অনুষ্টানে মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু নসর,বাংলাদেশ জামায়াত ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ কামরুজ্জামান , মোঃ আবু হুরাইরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাওঃ মোঃ মতিয়ার রহমান, মাওঃ রফিকুল ইসলাম, মোঃআনারুল ইসলাম,এমামুল হক, কামরুজ্জামান, মোঃ হুমায়ুন কবির, মাষ্টার আনারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দেয়াড়া ইউনিয়ন সভাপতি মোঃ জিহাদ আলী,ইরেকঃ শ্রমিক ইউনিয়নের সম্পাদক মোঃ ইমদাদুল হক, মোঃ সাইফুল ইসলামসহ ১১ টি ট্রেডের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি ট্রেডের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
