১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবারগ্রীষ্মকাল আশাশুনির বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ - বর্তমান সাতক্ষীরা
আশাশুনি

আশাশুনির বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
হাজীডাঙ্গা গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে সাবের উদ্দিন সরদার প্রায় ২বিঘা জমির পুকুরে মাছ চাষ করেন। সাবেরের ছেলে কবিরুল ইসলাম জানান, পুকুরটি খনন করে আমি কয়েক বছর মাছ চাষ করে আসছি। এবছর পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, গ্লাসকার্প, ব্লাড কার্প, ভেটকিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে কয়েক লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। কিন্তু পবিত্র ঈদুল ফিতরের দিন কে বা কারা সামান্য বিষ প্রয়োগ করলে কিছু মাছ মারা যায়। পুনরায় গত ২০ এপ্রিল রাতে পুনরায় বিষ প্রয়োগ করা হলে অনুমান ৩লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। সোমবার ফজরের নামাজের পর পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। সকালে পুকুরের ২টি বিষের বোতল পড়ে থাকতে দেখি। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য শত্রুরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button