আশাশুনিতে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিন সমর্থনরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিউজ ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ১১:৩১ অপরাহ্ন /
০

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকালে মহিষকুড় সেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আল আমিন হোসেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল হাকিম। আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে মাওঃ অহিদুজ্জামান ও হাফেজ মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান উপদেষ্টার কাছে ৬ দফা দাবি রেখে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আবছার মোর্তজা, ইউনিয়ন আমীর মোঃ লুৎফর রহমান, মালয়েশিয়া থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মাসুদুল আলম কাজল। এছাড়া অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান, মুফতি ইলিয়াস হোসেন, হাফেজ মোঃ ইউনুছ আহম্মেদ সিদ্দিকী, মাওলানা জাহিদুল ইসলাম আনসারী, মোঃ তরিকুল ইসলাম বেলালী, মোঃ জাহাঙ্গীর আলম, মাওঃ মোঃ আবু মুসা আজাদী, আলহাজ্ব হাফেজ মাওঃ মোহাম্মদ জুবায়ের আলম, মাওঃ মোঃ খলিলুর রহমান জিহাদী, হাফেজ মোঃ আমানুল্লাহ, মাওঃ মোঃ মোফাজ্জল হোসেন হেলালী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা ইসরাইলি পণ্য বয়কট। দোকানিদের ইসরাইলি পণ্য বিক্রি শেষে পুনরায় পণ্য আর না উত্তোলন করার আহ্বান জানান। এসময় উপস্থিত শ্রোতাদের মাঝে ইসরাইলে পণ্য বয়কটের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন। সবশেষে ফিলিস্তিনি বাসীদের জন্য দোয়া প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ আব্দুল হাকিম।
আপনার মতামত লিখুন :