অদম্য শুভ্র কুমার শুভ চান্স পেলেন মেডিকেলে

শিক্ষা সদর

সাতক্ষীরার কুশখালি ইউনিয়নের সাতানি গ্রাম। সেখানেই বেড়ে উঠা এই অদম্য শিক্ষার্থীর। ছোটবেলা থেকেই মেধার অন্যন্য নজির রেখেছে বিভিন্ন বোর্ড পরীক্ষা ও প্রতিযোগিতায়। শত বাঁধাবিপত্তি, ও গ্রাম্য কুসংস্কার ডিঙিয়ে আপন ঠিকানায় ছুটে চলেছিলো নিম্ন-মধ্যবিত্ত পরিবারের একজন সাদামাটা ছেলে। বলছি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের সাতানি এলাকার উজ্জ্বল কুমার ঘোষের ছেলে শুভ্র কুমার শুভ র কথা। বাঁধা বিপত্তি ও গ্রাম্য কুসংস্কার । তবুও মনকে কখনো ছোট করেনি, প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি।

মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে শুভ। সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় ২৩৮৩ তম স্থান অর্জন করেন।

এ বিষয়ে শুভর বাবা উজ্জ্বল কুমার ঘোষ জানান, প্রাইভেট টিউশনি আর মাঠের সামন্য জমি চাষ করে সংসার ও সন্তানদের পড়ালেখার খরচ চালানো কষ্টসাধ্য। তবুও সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চেষ্টা করছেন। নানান প্রতিকূলতার মধ্যেও আমার ছেলে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে এটাই আমাদের বড় পাওয়া।

আবেগ আপ্লুত কন্ঠে স্থানীয় স্কুল শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, শুভ খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে নিজের মেধা ও প্রজ্ঞায় মেডিকেলে পড়ার চান্স পেয়েছে। সে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর মধ্যে শান্তশিষ্ট ও শিক্ষকদের অনুগত ছাত্র ছিলেন।
শুভ আমাদের মুখ উজ্জ্বল করেছে। যে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে।
আশা করি ওর এই দৃষ্টান্ত অনুকরণ করে সামনে আরও অনেকে ভালো অবস্থান করে নিবে। শুভ সাতানি ভাদড়া স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক পাস করেছে। সে মেডিকেলে পরীক্ষা দিয়ে মেধার অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সে সাতানি তথা আমাদের গর্ব। উপজেলায় সে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

শুভ বলেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। এই ইচ্ছা শক্তিই আমাকে এ সফলতা এনে দিয়েছে। শিক্ষা জীবন জুড়েই বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে লেখাপড়া চালিয়েছি। নিজ প্রচেষ্টায় সব বাঁধা জয় করে এখন মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বলেন, কোর্স সফলভাবে সম্পন্ন করে নিজ অঞ্চলে গরীব দুঃখি মানুষের সেবায় নিয়োজিত থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *