২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবারগ্রীষ্মকাল দেশব্যাপী সাম্প্রতিক ধর্ষণের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন - বর্তমান সাতক্ষীরা
কালিগঞ্জ

দেশব্যাপী সাম্প্রতিক ধর্ষণের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

কালিগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংস্থার ব্যানারে দেশব্যাপী সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও নেককার জনক ধর্ষণের ঘটনাগুলোর প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১২মার্চ সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন কার্যালয়ের প্রধান সড়কের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব  করেন, প্রেরণা নারী উন্নয়ন সংস্থার সভাপতি ইলা দেবী মল্লিক ও সঞ্চালনায় ছিলেন  কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।এ সময়  বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার প্রথম আলোর সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারি সফু, সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ, ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন, মিশন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সকিনা খাতুন, জনকল্যাণ সংস্থার সাহিদা খাতুন,আরো উপস্থিত ছিলেন প্রেরণা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর দীপিকা অধিকারী, প্রোগ্রাম অফিসার ফাল্গুনী রহমান ও উৎপল অধিকারী সহ এলাকাবাসী এবং সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটিতে উপস্থিত সকলেই সমবেত কন্ঠে ধর্ষকদের বিচারের দাবিতে আওয়াজ তোলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button