১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ বুধবারগ্রীষ্মকাল ভোমরায় ব্যবসায়ীর প্রায় সাড়ে ২৩লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী আটক - বর্তমান সাতক্ষীরা
সদরসাতক্ষীরা

ভোমরায় ব্যবসায়ীর প্রায় সাড়ে ২৩লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী আটক

আবু জাফর, স্টাফ রিপোর্টের

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী জিএম আমির হামজার দুইজন কর্মচারী গত ১৯/১২/২০২৪ ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক, শাখা থেকে ব্যাংকিং কার্যক্রম শেষ করে ২৩,৩৮,৫০০ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে ভোমরা স্থলবন্দরে যাওয়ার সময় সাতক্ষীরা সদর আলিপুর ঢালিপাড়া গ্রামস্থ বিদ্যুৎ কেন্দ্রের কাছে বালির গাদার সামনে দুইটি মটরসাইকেলে থাকা দুস্কৃতিকারীরা, মা টের্ডাসের কর্মচারীদের মোটরসাইকেলের গতিরোধ করে অপরাধচক্রের কাছে থাকা হাতুড়ি দিয়ে আঘাত করে তাদের নিকট থাকা ২৩,৩৮,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন দুষ্কৃতিকারী মেহেদী হাসান মুন্না (২৫), পিতা: আতিয়ার রহমান, গ্রাম: কুচপুকুর বাবুলিয়া, থানা ও জেলা সাতক্ষীরা তাকে আটক করে, তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। পরবর্তীতে আসামী মেহেদী হাসান মুন্না বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারমূলক জবানবন্দী প্রদান করে।

ডিবি পুলিশ গত রবিবার সন্ধ্যা অনুমানিক ৭.৩৫ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের শাহজাহান আলী খোকনের বাড়ি হতে আসামী মোঃ রফিকুল ইসলাম রফিক (২৭), পিতা: শাহাজাহান আলী সরদারকে গ্রেফতার করে এবং তার দখলে থাকা লুষ্ঠিত অর্থে ৩,৯৩,০০০ টাকা উদ্ধার করে এবং তার তথ্য মতে ঘটনার মূল মাস্টারমাইন্ড আসামি আলিমুদ্দিন (৪২), পিতা: মৃত আনারউদ্দিন গাজীকে সোমবার সকাল ৬.৪৫ মিনিটে সময় সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

এ মামলার ঘটনায় জড়িত আসামী আরাফাত হোসেনকে গত রবিবার বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনগত প্রসেস এবং অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধারের জোর তৎপরতা অব্যাহত আছে। পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার সাতক্ষীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button