কালিগঞ্জে এসএসসি-সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন


News Desk প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন /
কালিগঞ্জে এসএসসি-সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন
আজ ১০ এপ্রিল সকাল ১০টা হতে সারা বাংলাদেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পরীক্ষা প্রস্তুতি সভা অনুসারে কালীগঞ্জে ৮টি কেন্দ্রে, ৩২০৯ জন পরীক্ষার্থীর নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ, সঠিক আসন গ্রহণ, কোন ইলেকট্রিক ডিভাইস সাথে না রাখা, পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন, কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা বিধান ইত্যাদি যথাযথভাবে মেনে চলতে দেখা গেছে। ৮টি কেন্দ্রের ভিতর কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ৪টি কেন্দ্র পরিদর্শন করেন। যেগুলো হল যথাক্রমে, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সকাল ১০টা চল্লিশ মিনিটে। সেখানে পরীক্ষা এক ঘন্টা অতিবাহিত না হওয়ার কারণে উপস্থিত, অনুপস্থিতির সংখ্যা জানা যায়নি। এরপর কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন, ১১টা দশ মিনিটে। যেখানে মোট পরীক্ষার্থী ৫০০ জন, অনুপস্থিত ছিলেন ৩ জন। তৃতীয় কেন্দ্র সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, মোট পরীক্ষার্থী ৩২২ জন, অনুপস্থিত ১৩ জন, চতুর্থ কেন্দ্র সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মোট পরীক্ষার্থী ২০৪ জন, অনুপস্থিত ৮ জন। বাকি ৪টি কেন্দ্র কালিগঞ্জ সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, পরিদর্শনের মাধ্যমে নিয়ম, শৃঙ্খলা নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্র সমূহ পরিদর্শনের সময় এই প্রতিনিধি সঙ্গে ছিলেন এবং পরিদর্শন কালে কেন্দ্র সমূহে কিছু দিকনির্দেশনা প্রদান সহ সামগ্রিক পরিবেশের উপর সন্তোষ প্রকাশ করেন। দুপুর ১টার সময় পরীক্ষা শেষ হলে প্রতিনিধি ২টি কেন্দ্রের কিছু পরীক্ষার্থীদের সাথে পরীক্ষার প্রশ্ন ও সার্বিক বিষয় নিয়ে প্রশ্ন করলে তারা এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।