দুপুর ১ টার দিকে কালিগঞ্জ থানার কনস্টেবল কাম কিলো ড্রাইভার আব্দুর রহমান এর দীর্ঘদিনের নজর দারির ফলে সাহেব মোড়ের বারির ভাজার দোকান থেকে অসীম সাহসিকতায় প্রাণের ঝুঁকি নিয়ে দুর্ধর্ষ মাস্টারমাইন্ড মোটরসাইকেল চোর শাহিনউদ্দিন (৪৫), পিতা- দলিল উদ্দিন, সাং -পূর্ব কালিকাপুর, গ্রেফতার করতে সমর্থ্য হন কনস্টেবল রহমান ও এসআই আলাউদ্দিন। এ সময় শাহিনের কাছ থেকে মোটরসাইকেলের ২টি মাস্টার কি উদ্ধার করা হয়। কালিগঞ্জ থানার সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল দুপুর ১২ টার দিকে, ৫০০ গ্রাম গাঁজাসহ মোশারফ হোসেন, পিতা- মৃত বাবর আলী, সাং- কুলিয়া দুর্গাপুর, আটক করে কালিগঞ্জ থানায় সোপর্দ করে। কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে উভয় আসামিকে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে, এবং এই প্রতিনিধিকে আরো জানানো হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
